পশ্চিমবঙ্গের গ্রামীণ প্রান্তিক বাঙালি মুসলমানের জীবনের আনাচে কানাচে, তাদের চাওয়া-পাওয়া-নাপাওয়ার বিবিধ ব্যথা, তাদের কি করা উচিৎ আর তারা কি করছে, তারা আসলে কী, আর তাদেরকে সাহিত্য- সংস্কৃতির নানা মাধ্যমে, মিডিয়ায় কেমন দেখানো হয়, ইত্যাদির প্রসঙ্গ এখানে আমি টেনেছি। বাংলার মুসলমানদের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-অর্থনৈতিক পরিচয়ের অনেক ‘না বলা কথা’ আমি নিজের মতো করে বলার চেষ্টা করেছি।একটি বিশেষ ধর্মের সাথে যুক্ত থাকার অপবাধে বাংলার গ্রামীণ মুসলমানদের কি রকম প্রকট ও প্রছন্ন মানসিক অত্যাচারের, নানা অদৃশ্য অন্যায়ের, নানা অকথ্য অপবাদ ও অপমানের পদে পদে শিকার হতে হয়, সেই বিশেষ দিকটি তুলে ধরার একটি ক্ষুদ্র প্রয়াস এই বই। বাংলার মুসলমানদের একান্ত নিজস্ব মানসিক জগৎ এবং তাদের দৈনন্দিন দিন-আনা, দিন-খাওয়া জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত সামাজিক, ধর্মীয়, সাহিত্য- সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মিডিয়া, ইত্যাদির বিষয় সম্পর্কে প্রায় সব ‘অনালোচিত’, ‘অকথিত’ এবং ‘নিষিদ্ধ’ কথার আলোচনা আমি করেছি। আহমদ ছফার সঙ্গে একমত হয়েও আমার একথা বলা অন্যায় হবে না যে, বাংলার গ্রামীণ গতর-খাটা ‘চাষাভুষো’ মুসলমান বছরের পর বছর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বঞ্চনা সহ্য করেও বিশেষ একটি মননের একচ্ছত্র অধিকারী।এবং সেটা সম্ভব হয়েছে এদের অন্তর্নিহিত সুকুমার গুণাবলির কারণে, যে গুলো লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব নির্বিশেষে মানুষ মাত্রেরই থাকা উচিৎ।এককথায়, বাংলার খেটে-খাওয়া, ‘নুন আনতে পান্তা ফুরোয়’ মুসলমানদের বহুমাত্রিক বঞ্চনার বাস্তব জীবনের ছবি এখানে আমি তুলে ধরতে চেষ্টা করেছি। জাগ্রত বিবেক, আত্ম-বিশ্লেষণ ও আত্ম-দহন এই বইয়ের ভিত্তিভূমি।