
ঘুরি এক মুঠো রুপালি আলোর স্বরূপ সন্ধানে
ঘুরি এক মুঠো রুপালি আলোর স্বরূপ সন্ধানে কানাগলি থেকে রাজপথ, ভাঙ্গা রাস্তার এবড়ো খেবড়ো গা বেয়ে, জমিদার পাড়া, বাবুপাড়া, নেড়ে পাড়া পার হয়ে শেষে বেশ্যাপাড়ার অকৃত্রিম আলোর আলপথে রেখিছি পা, আলো মেলেনি একমুঠো, চাপচাপ অন্ধকারে মুড়েছে উঠোনের বাতাবিলেবুর গাছটিকে, কথা কথাই থেকে যায়, দিনের শেষে রাত, আর রাতের পর দিন, একঘেয়ে, বিরস, রাতের রুপালি আলোতে ছিনিমিনি খেলে এখন ইটভাটার গাঢ় কালো ধোঁয়া, শীতের সকালে কচি হাতে চায়ে চুমুক দিলে আমার অদ্ভূৎ আলো স্নান হয়, শিয়ালদহ স্টেশনের গোধূলি আলোতে এক পাগলি বিশ টাকার খদ্দের খুঁজে, স্মোগি আকাশে রামধনু উদয়, এভাবেই অন্ধকার ভেদে আলো নামে, আর কথা কথাতেই নিরপত্তার উত্তাপ শুষে নেয়।