
আমি কান্না করি
আমি কান্না করি যখন আপনি সহাস্যে জঙ্গল বিনাশ করেন। আমি কান্না করি যখন আপনি হৃদয়ে দেওয়াল নির্মাণ করেন আর নিজের গণ্ডীকে আরও দুর্ভেদ্য করেন। আমি কান্না করি যখন শিশুরা বিষাক্ত কালি মাখে গ্যারেজে অথবা কাদা মাখে ইঁটভাটায়। আমি কান্না করি যখন বাহারি বাগানে ফুল মূর্ছায়। আমি কান্না করি যখন আপনি পুকুর ভরাট করেন ঠাণ্ডা মাথায় হাত বুলিয়ে, আর প্রাসাদ গড়েন দাদার দাপটে। আমি কান্না করি যখন আপনি ভগবানের নামে লড়াই করেন গলি গলি। আমি কান্না করি যখন আপনি গভীর শ্রদ্ধায় পূজা করেন ক্ষমতাকে । আমি কান্না করি যখন আপনি গালাগালি করেন দুর্বলকে।