
উদার আকাশের খোঁজে
তখন বোধহয় করিমপুর বিধানসভা উপনির্বাচনের প্রচার তুঙ্গে। হরেক রঙের পোস্টারে, ব্যানারে, রকমারি দলের ঝকঝকে পতাকায়, চারিদিক ছয়লাপ। নেতারা হাঁটছেন মাইলের পর মাইল।এই হাত মেলাচ্ছেন শীর্ণ জীর্ণ হাতে, এই চুমু খাচ্ছেন দাদু দিদার হাজার রেখা খচিত শুকনো গালে।নেতাদের হাসি লম্বা থেকে লম্বাতর হচ্ছে, প্রজারা লুটিয়ে পড়ছেন ভুঁয়ে বা এবড়ো খেবড়ো পাথরের নুড়ির গায়ে।সব মালামাল!সবার চোখে আশার আগুনের মুহুর্মুহু ঝিলিক। ভোট এসিছে, ভোট! চায়ের দোকানে, পাড়ার মোড়ে, হাটে-বাজারে, অফিস আদালতে আলোচনার কেন্দ্র এই সব পাওয়া- নাপাওয়ার একমাত্র মাধ্যম ভোট।বাতাস গরম। আকাশ মেঘহীন।গাছের পাতা জড়ো জড়ো। আমাদের অবশ্য কাজ ছিলো খুবই লঘু। মেয়ে দেখা। বিয়ে তো কপালের লেখা।কার হাত কার হাতে কোথায় কবে