
জর্জ অরওয়েলের ‘আমি কেন লিখি’
খুব অল্প বয়স, মানে পাঁচ ছয় বছর থেকেই আমি জানতাম যে আমি লেখক হবো ।আর সতের থেকে চব্বিশ বছরের মধ্যে আমি আমার লেখক হওয়ার ধারণা ত্যাগ করলাম। যদিও আমি জানতাম যে আমি আমার সত্যিকারের স্বভাবকে আহত করলাম। এবং এও জানতাম যে দেরিতে বা তাড়াতাড়ি আমি স্থির হয়ে বই লিখব। আমি বাবা মায়ের তিন সন্তানের মধ্যে মধ্যস্থানে ছিলাম, এবং বড় ও ছোট উভয়ের থেকেই আমার বয়সের পাঁচ বছরের পার্থক্য ছিল।আমার বয়স আট বছর হওয়ার আগে আমি কদাচিৎ বাবাকে দেখেছিলাম। এজন্য ও আরও কিছু কারণে আমি একটু খাপছাড়া গোছের ছিলাম। যার ফলে স্কুলের জীবনে আমি অনেকের অপছন্দ ছিলাম। আমার সচরাচর নিঃসঙ্গ শিশুর