Home » Vinnokatha Prothom Khanda

Vinnokatha Prothom KhandaNew
বহু বছর ধরে অগণিত মানুষের জীবন সংগ্রাম এবং সেই ভিত্তিতে চিন্তা ভাবনার ফসল বর্তমান মানব সভ্যতা। গোষ্ঠী ব্যবস্থার পরবর্তী সময়ে ব্যক্তি মালিকানা ব্যবস্থার শুরুর থেকেই মানব জাতি শোষক ও শোষিতে বিভাজিত। ধরন ভিন্ন হলেও এদেশও তার ব্যতিক্রম নয়। এদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই শোষক-শোষিতের বৈরী দ্বন্দ্বে এবং শাসকের আধিপত্যে শোষিত বহুজনদের সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতি প্রায় রুদ্ধ। তাঁদের সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার ও চলমান জীবন সংগ্রামকে জনমানস থেকে দূরে সরিয়ে দেওয়ার নিরলস অপপ্রয়াস। জীবন-যাপন, সৃজন-সংস্কৃতির উপর শোষক-শাসকের নিরন্তর আগ্রাসন ও অবদমন। স্বাভাবিকভাবেই দেশি-বিদেশি শোষকশ্রেণী (বুর্জোয়া) নিয়ন্ত্রিত বিভিন্ন গণমাধ্যম এবং সেখানে প্রকাশিত বুদ্ধিজীবীদের তাত্ত্বিক আলোচনায় হাজার হাজার বছর ধরে নিপীড়িত বহুজনদের দৈনন্দিন জীবন সংগ্রামের দহন,পীড়ন ও যন্ত্রনা প্রতিফলিত হওয়া এবং সেই সঙ্গে তাঁদের মুক্তির পথকে প্রশস্ত করা সম্ভব না। ভদ্রবিত্তের বাইরে থাকা অগণিত খেটে-খাওয়া মানুষ–শ্রমিক, কৃষক সহ অন্যান্য মেহনতি জনতা ও অবদমিতদের জীবন সংগ্রাম ও তাঁদের সৃষ্টি, কৃষ্টিকে তাদেরই ভাষায় তুলে ধরতে ‘ভিন্নকথা’ প্রতিশ্রুতিবদ্ধ। সহজ কথায় ‘ভিন্নকথা’ শোষিত, নিপীড়িত ও প্রান্তিক মানুষদের জীবন সংগ্রামের বাস্তব জীবনচিত্র ও জীবন আলেখ্য।